পাউলোনিয়া গাছ; রোপণ করুন একবার, ফলন তুলুন আটবার!
আর নিশ্চিত ও নিরাপদে সঞ্চয় করুন শতবছর !!

দ্রুত বর্ধনশীল অন্যান্য গাছের তুলনায় পাউলোনিয়ার বিশেষ বৈশিষ্ট্য:

নিজে থেকেই নতুন গাছের জন্ম দিতে পারে (Regeneration of a tree)

পাউলোনিয়ার আরেক অনন্য বৈশিষ্ট্য হলো- নতুন গাছের জন্য নতুনভাবে চারা রোপণের প্রয়োজন হয় না, নিজে থেকেই নতুন গাছের জন্ম দিতে পারে (Regeneration of a tree)। প্রতি ৭-৮ বছরের পরিণত একটি গাছ কাটার পর গোড়া থেকে পুনরায় গাছ জন্মায়। এর মূলের গড় আয়ু ৭০ থেকে ১০০ বছর। এভাবে প্রতিটি গোড়া থেকে প্রায় ৮ বার কাঠ সংগ্রহ করা যায়। যার ফলে নতুনভাবে চারা রোপণ ছাড়াই আমরা কাঠের উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। এই বিশেষ সুবিধা অন্যান্য প্রজাতির গাছের ক্ষেত্রে সাধারণত পাওয়া যায় না।