পাওলোনিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনা

পাউলোনিয়ার বাণিজ্যিক বাগান তৈরীর ক্ষেত্রে আমাদের রয়েছে আধুনিক গবেষণার সকল সুযোগ-সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ জনশক্তি।

বাগান তৈরীর শুরু থেকেই আমরা এর সম্ভাবনা, উপজীব্যতা ও সময়োপযোগী গ্রহণযোগ্যতা প্রাধান্য দিয়ে যাচাই-বাছাই এবং এর প্রতিটি ধাপ অতিক্রম করার পরই কেবলমাত্র আগ্রহী উদ্যোগীকেই উৎসাহিত করি। তারপর এর যাবতীয় কার্যসম্পাদন করেই বাণিজ্যিক বাগান তৈরীতে উদ্যোগী হই। বাগান তৈরীর শুরু থেকেই এর রক্ষণাবেক্ষণ ও সকলপ্রকার তদারকি বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় সমাধান করে থাকি। বাণিজ্যিক বাগান থেকে ফলন তোলা ও সুফল না আসা পর্যন্ত এ ব্যাপারে আমাদের যাবতীয় কর্মযজ্ঞ ও কর্মক্ষমতা চালিয়ে যেতে থাকি।

প্রজেক্ট পর্যবেক্ষণ

  •   জমি প্রস্তুত ও অন্যান্য দিকনির্দেশনা ফোনে/মেইলে প্রদান করলে কোন প্রকার সার্ভিস চার্জ দিতে হবে না।
  •   বাংলাদেশের জন্য: আমাদের কোনো এক্সপার্টকে ক্রেতার বাগান/প্রজেক্ট পর্যবেক্ষণে যেতে হলে যাওয়া-আসার জন্য প্রথম শ্রেণীর পরিবহনের ব্যবস্থা করতে হবে। এক্সপার্টদের থাকা খাওয়ার ব্যবস্থা ক্রেতা/উদ্যোক্তাকে বহন করতে হবে। ক্রেতার প্রজেক্ট ভিজিটের জন্য দৈনিক ১,৫০০ টাকা হারে প্রত্যেক এক্সপার্টকে সম্মানি প্রদান করতে হবে। সুষ্ঠু পরিচালনার জন্য গাছ রোপণ থেকে শুরু করে প্রথম ২ বছরে কমপক্ষে ৪ বার (প্রতি ৬ মাসে ১ বার) প্রজেক্ট ভিজিট করানো আবশ্যক।
  •   বিদেশের জন্য: আমাদের কোনো এক্সপার্টকে ক্রেতার বাগান/প্রজেক্ট পর্যবেক্ষণে যেতে হলে যাওয়া-আসার ভ্রমণ টিকেট, মান-সম্পন্ন থাকা, খাওয়া ও ভিসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা ক্রেতা/ উদ্যোক্তাকে করতে হবে। এক্সপার্টদের প্রজেক্ট ভিজিটের জন্য দৈনিক ৫০ ইউএস ডলার হারে প্রত্যেক এক্সপার্টকে সম্মানি প্রদান করতে হবে। সুষ্ঠু পরিচালনার জন্য গাছ রোপণ থেকে শুরু করে কমপক্ষে ৪ বার (বছরে ১ বার) প্রজেক্ট ভিজিট করানো আবশ্যক।

বাণিজ্যিক বাগান করার ধাপসমূহ

পাউলোনিয়া গাছের বাণিজ্যিক বাগান করার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করলে সহজেই সফল হওয়া যাবে।
  •   জমির সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য জমির ধরন অনুযায়ী সঠিক বাগান ব্যবস্থাপনার পরিকল্পনা করা
  •   চারার জন্য বুকিং দেয়া
  •   জমি প্রস্তুত, চারা সংগ্রহ ও চারা রোপণ করা
  •   চারার যত্ন ও বাগান সংরক্ষণের নিয়ম জেনে গাছের পরিচর্যা করা

আমাদের সেবাসমূহ

  •   ভবিষ্যৎ বাগানের ব্যক্তিগত ডিজাইন ও লেআউট বিশ্লেষণ
  •   বিনিয়োগের সম্ভাব্য লাভের হিসাবকরণ
  •   পাউলোনিয়া গাছের চারাগাছ বিক্রি ও চাষাবাদকালীন পরামর্শ প্রদান
  •   উৎপাদিত কাঠের পুনঃক্রয়ের চুক্তি
  •   কাঠের ক্রয়/বিক্রয়