পাউলোনিয়া Plant trees, enhance the economy

পাউলোনিয়া পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল উন্নত মানের কাঠ গাছ

পাউলোনিয়া পরিবেশবান্ধব, দ্রুত ও উচ্চ বর্ধনশীল একটি গাছ। এটি অধিক ফলনশীল এবং সুঠাম কাণ্ডের অধিকারী হওয়ায় বাণিজ্যিকভাবে খুবই লাভজনক। একবার রোপণে আটবার ফলনশীল এই গাছ মূলত একটি উন্নতজাতের কাঠ গাছ (Regeneration Tree) বা ইকো ট্রি হিসাবে সমাদৃত ।

ল্যাটিন ভাষায় একে `পাউলোনিয়া’ বলা হয়ে থাকে। এটি `এডামস ট্রি’, ‘প্রিন্সেস ট্রি’, ‘রয়্যাল ট্রি’ ইত্যাদি নামেও পরিচিত। রাশিয়ান রাজকুমারী আন্না পাভলোভনার (১৭৯৫-১৮৬৫) নামানুসারে গাছটির এই নামকরণ করা হয়েছে। এছাড়া জাপানের কিরি অঞ্চলের মানুষের কাছে এটি ‘ট্রি অফ লাইফ’ তথা ‘জীবন-বৃক্ষ’ নামে প্রসিদ্ধ। এটি মূলত 'Paulowniaceae' পরিবারের একটি উদ্ভিদ, যার সমগোত্রীয় আরো বিশটিরও অধিক প্রজাতি বিদ্যমান। সম্মিলিতভাবে এগুলোকে ‘পাউলোনিয়া’ নামে অভিহিত করা হয়।

অনুকূল বর্ধনশীল পরিবেশে এই গাছ উচ্চতায় ৩০ মিটার পর্যন্ত লম্বা ও এর ব্যাস ১ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সব ধরনের মাটিতেই এটি টিকে থাকতে ও বড় হতে সক্ষম। এমনকি ২% এর বেশি ক্ষারযুক্ত শুষ্ক মাটিতেও এটি বৃদ্ধি পেতে পারে তবে, যেসব স্থানের মাটি তুলনামূলক উঁচু, আর্দ্র, পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো এবং উর্বর, সেখানে এই গাছ সবচেয়ে ভালো বিকশিত হয়। এটি সূর্যের আলো পছন্দ করে, যার জন্য উন্মুক্ত অঞ্চলে এর বৃদ্ধি দ্রুত হয়। বিশেষ প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বহু কান্ড বিশিষ্ট ঝোপের আকৃতিতেও এগুলোকে বড় করা সম্ভব।

গাছের পাতার আকার, কাঠের রঙ, কাঠের তন্তুর/আঁশের মসৃণতা, কাঠের মান ও আসবাবপত্রে ব্যবহারের উপর ভিত্তি করে অনেকেই এই গাছটিকে সেগুনের চেয়ে উন্নত মানের কাঠ উৎপাদনকারী গাছ হিসাবে স্থানীয়ভাবে উল্লেখ করে থাকেন। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই পাউলোনিয়ার (ইকো ট্রি) বাণিজ্যিক বাগান হচ্ছে।

এ গাছটি বিপুল মাত্রায় পরিবেশবান্ধব; বড় বড় পাতা, আকর্ষণীয় ফুল ও প্রশস্ত চূড়ার কারণে এটি সুশীতল ছায়া দিতে পারে। বিশেষ করে জনবহুল ও দূষণাক্রান্ত শহরসমূহের জনমানুষের বিশ্রামের জায়গা, পার্ক ও স্কয়ার এবং রাস্তার দু’পাশে আরামদায়ক ছায়া দানে এগুলো অতুলনীয়। কোনো গাছকে যদি ‘শহরের ফুসফুস’ বলা হয় তবে সেটা এই পাউলোনিয়া গাছকেই বলা সম্ভব। এই গাছের পাতা বড় ও লোমশ হওয়ায় দূষিত বায়ুমন্ডলের ধোঁয়া ও ধুলা পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই দূষণযুক্ত এলাকায় পরিবেশের উন্নয়নের জন্য এই গাছের ব্যাপক চাষাবাদ হয়ে থাকে।