আমাদের সেবা ও প্রস্তাবনা

পাউলোনিয়া Plant trees, enhance the economy

আমাদের মূল লক্ষ্য হলো- 'পাউলোনিয়া' কাঠের সুষম উৎপাদন নিশ্চিতকরণ এবং এর পথ ধরে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করার মাধ্যমে সামগ্রিকভাবে অর্থনীতিকে আরো গতিশীল ও বড় করে তোলা। যেহেতু, কাঠের বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্যই মূলত 'পাউলোনিয়া' বৃক্ষটির সৃষ্টি, সেহেতু আমরা এ থেকে সর্বোচ্চ লাভবান ও এর উপযোগিতা প্রাপ্তির জন্য সর্বদা কাজ করে যাচ্ছি।

কৃষি, শক্তি-জ্বালানী, পরিবেশ ও বনজ পেশাদারদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ দল, ইউরোপীয় নেতৃবৃন্দ এবং এশিয়াজুড়ে বানিজ্যিক ভিত্তিতে টেকসই 'পাউলোনিয়া' কাঠ উৎপাদনের লক্ষ্যে পরিকল্পিত বনায়ন সৃষ্টিতে অগ্রণীদের অভিজ্ঞতালদ্ধ পরামর্শ দিয়ে থাকেন। আমরা তার ভিত্তিতে আমাদের প্রস্তাবিত 'পাউলোনিয়া কাঠ উৎপাদন' প্রকল্পের জন্য একটি পূর্ণাঙ্গ, নিখুঁত, টেকসই ও সহযোগিতামূলক কর্ম-পরিকল্পনা পেশ করে থাকি। একইসাথে, আমাদের যে মূল লক্ষ্য- 'চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানসম্মত পাউলোনিয়া কাঠ সরবরাহ করা'; তা বাস্তবায়নেও আমরা এগিয়ে চলছি।

শিল্পের প্রয়োজনে বানিজ্যিকভাবে পরিচালিত পাউলোনিয়া কাঠ উৎপাদন ও উপযুক্ত বনায়নের জন্য আমরা তা সরবরাহ করে আসছি। কাষ্ঠশিল্পের এই সম্ভাবনাময় সেক্টরে বিনিয়োগের প্রক্রিয়াটিকে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সহজ ও সহনীয় পদ্ধতি অনুসরণ করেই বাণিজ্যিক উৎপাদন পক্রিয়া পরিচালনা করে থাকি।

পাউলোনিয়া বনায়নের জন্য উপযুক্ত জমি বাছাই থেকে শুরু করে জমি প্রস্তুতকরণ, সেচ প্রদান, চারা রোপণ, সেগুলোর প্রয়োজনীয় পরিচর্যা, সময়মতো কাঠ সংগ্রহ এবং তা নিশ্চিত উপায়ে বাজারজাত করা পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পাদনে আমরা কমপ্লিট ম্যানেজমেন্ট সার্ভিস (পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার দায়িত্ব) প্রদান করে আসছি। এখন, আগ্রহী বিনিয়োগকারীরা তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু এটুকু করলেই চলবে, যে- কতখানি জমিতে পাউলোনিয়া কাঠের বনায়ন করতে চান- সেই পরিমাণ নির্ধারণ, কতগুলো চারা রোপণ করতে ইচ্ছুক- সেই সংখ্যা নির্ধারণ, এবং কতটুকু সময়ের জন্য বিনিয়োগ করতে আগ্রহী- তার সময়সীমা নির্ধারণ! বাকী সমস্ত পরিষেবা প্রদানে আমরা সবসময়ই আপনার সহযোগী।

'পাউলোনিয়া' কাঠের বাজারে আমাদের রয়েছে বহু বছরের অভিজ্ঞতা। আমরা উন্নতজাতের পরিবেশবান্ধব 'পাউলোনিয়া’ চারা সরবরাহ করে থাকি। চারা রোপণ থেকে শুরু করে কাঠের বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াই আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ, সবরকম সহায়তা ও সকল ধাপেই তথ্যগত, কারিগরী ও ব্যবহারিক সহযোগিতা প্রদান করে থাকি। কাঠ সংগ্রহের মওসুম শেষে বাজারে কাঠের উপযুক্ত মূল্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে বিনিয়োগ নিরাপদে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আমরা আপনার বিশ্বস্ত সঙ্গী।

দেলোয়ার হোসেন

সিইও, ক্যানভাস মিডিয়া