পাউলোনিয়া গাছের জীবনচক্র ও সাথী ফসল

খরা, তাপ ও শৈত্যপ্রবাহ সহনশীল, যেকোনো পরিবেশে রোপণযোগ্য এবং পাউলোনিয়া গাছের সাথে যে কোন সাথী ফসল অনায়াসেই চাষ করা যায়। চা বাগান এর জন্য পাউলোনিয়া গাছ অত্যন্ত লাভজনক।

‘পাউলোনিয়া’ গাছ যেকোনো অঞ্চল ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এটি সব ধরনের আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। -১০°সে তাপমাত্রায়ও এটি অনায়াসে রোপণ করা যায়। এটি মাটির ক্ষয়ক্ষতি রোধ করে। আকৃতিগত দিক থেকেও বৃক্ষটি খুবই সাজানো-গোছানো এবং সুন্দর। শীতকালে গাছের পাতা ঝরে যায়, ৬-৮ সপ্তাহ স্থায়ী ফুলফুটতে দেখা যায়। এটি পুরোপুরি পরিবেশবান্ধব। অক্সিজেন সরবরাহের পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মোকাবেলায় এটি একটি চমৎকার হাতিয়ার। পাউলোনিয়া গাছের এমনসব বৈশিষ্ট্য ও গুণাবলী রয়েছে যেমন এর শক্তি, সৌন্দর্য, কাঠ-পাতা ও গাছ ইত্যাদি যেগুলো আমরা ইতিবাচক পদ্ধতিতে কাজে লাগাতে পারি।

এই গাছের সাথে যেকোনো সাথী ফসল, সবজি, ফল, স্বল্পকালীন শস্য ও আবাদি ফসল অনায়াসেই চাষ করা যায়, বিধায় সবসময় এই গাছের বাগান অত্যন্ত লাভজনক। চা বাগান এর জন্য পাউলোনিয়া গাছ একপ্রকার অপ্রতিদ্বন্ধি সাথী ফসল, যেহেতু চা বাগানে কখনোই পানি জমে থাকে না।