কেন করবেন পাউলোনিয়া বাগান

পাউলোনিয়া পরিবেশবান্ধব, দ্রুত ও উচ্চ বর্ধনশীল একটি গাছ। এটি অধিক ফলনশীল এবং সুঠাম কাণ্ডের অধিকারী হওয়ায় বাণিজ্যিকভাবে এর বাগান খুবই লাভজনক।

  •   পাউলোনিয়া একবার রোপণে বিঘা প্রতি বার্ষিক উৎপাদন গড়ে ৪ লক্ষ টাকা (প্রায়)। সাথী ফসলসহ বার্ষিক গড় আয় আরো অধিক নির্ধারিত হবে।
  •   পরিত্যাক্ত জমিকে উৎপাদনের কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অংশগ্রহণ, সমৃদ্ধি ও অনায়াসে স্বাবলম্বী হওয়া যায়।
  •   একবার চারা রোপণ করলে প্রায় ৮ বার কাঠ সংগ্রহ করা যায়। অর্থাৎ গাছের Regeneration ক্ষমতা রয়েছে। তাই এই গাছকে স্থায়ী আয়ের উৎস বলা হয়।
  •   পাউলোনিয়া কাঠ হালকা অথচ অধিক মজবুত হওয়ায় এই কাঠকে কাঠের এ্যালোমোনিয়াম বলা হয়ে থাকে।
  •   পাউলোনিয়া গাছ দ্রুত বর্ধনশীল হওয়ায় অর্থাৎ রোপণের মাত্র ৮ বছরের মাথায় কাঠ সংগ্রহ করে স্বল্প সময়ে উন্নতমানের অধিক পরিমাণ কাঠ সংগ্রহ করা যায়।
  •   স্বল্প সময়ের মধ্যে বিনিয়োগ ফেরতসহ অধিক লাভবান হওয়া যায়।
  •   পাউলোনিয়ার বাণিজ্যিক বাগান থেকে কাঠ ব্যতীত অন্যান্য আরো অনেক উৎপাদনশীল পণ্য সংগ্রহ করা যায়। যেমন গাছ রোপণের মাত্র ৩ বছরের মাথায় উন্নতমানের দুর্লভ মধু আহরণ করে বাড়তি আয় করা যায়। এর পাতা আদর্শ পশুখাদ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা ও প্রসাধনীতে পাউলোনিয়ার পাতার নির্যাস চীনে বহুকাল ধরেই ব্যবহার হয়ে আসছে। এমন কি এর ফুল আজকাল ইউরোপে বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য হিসাবে ব্যবহার ও এর ফুলের সৌরভকে গ্যাস ক্রোমাটোগ্রাফি পক্রিয়ায় মাধ্যমে আলাদা করে সুগন্ধিও তৈরী করা হয়।
  •   পাউলোনিয়া পরিবেশের জন্য অত্যন্ত উপকারী গাছ। পরিণত প্রতিটি গাছ দৈনিক ৬ কেজি অক্সিজেন সরবরাহ ও ২২ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই গাছের পাতা বড় ও লোমশ হওয়ায় দূষিত বায়ুমন্ডলের ধোঁয়া ও ধূলিকণা পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই দূষণযুক্ত এলাকায় পরিবেশের উন্নয়নে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। পাউলোনিয়া গাছকে “শহরের ফুসফুস” বলে আখ্যা দেওয়া হয়েছে।

পালোনিয়া কাঠের প্রধান ও অনন্য বৈশিষ্ট্যগুলি

পাউলেঅনিয়া কাঠের রয়েছে বিভিন্ন ও ব্যতিক্রমী অনন্য বৈশিষ্ট্য। ফলে এই কাঠ ব্যবহারে প্রচলিত অন্যান্য কাঠের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়।
পাউলোনিয়া কাঠের অনন্য বৈশিষ্টগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য-

ওজন

অন্যান্য গাছের তুলনায় পাউলোনিয়া গাছ অত্যন্ত হালকা। শুকনা অবস্থায় এর ওজন প্রায় ২০৮-২৮২ কেজি/ঘনমিটার, যা ওয়েস্টার্ন রেড সিডার কাঠের একতৃতীয়াংশ, ওক কাঠের একচতুর্থাংশ অংশ আর পাইন কাঠের অর্ধেক এর সমান। অর্থাৎ এই কাঠ অন্যান্য কাঠের তুলনায় হাল্কা অথচ মজবুত হওয়ায় এর বহুল ব্যবহারের অনেক সুবিধা রয়েছে।

চাপ ও ভার বহন ক্ষমতা

হালকা ওজনের অনুপাত হওয়া সত্বেও পাউলোনিয়া কাঠের রয়েছে উচ্চ ভার বহন ক্ষমতা তাই এই কাঠের বহুবিধ ও দীর্ঘস্থায় ব্যবহারে রয়েছে অনেক সুবিধা।

সংকোচন

পাউলোনিয়া কাঠের সংকোচন অন্যান্য কাঠের তুলনায় অত্যন্ত কম। শুকিয়ে গেলে এই কাঠ বাঁকা বা কাঠের কোনরূপ পরিবর্তন হয় না বিধায় অনায়াসে পাউলোনিয়া কাঠ দিয়ে ফার্নিচার বা ঘরের অন্যান্য আসবাবপত্র নিরাপদে তৈরি করা যায়।

পোকামাকড় আক্রমণ

পাউলোনিয়া কাঠের মধ্যে ট্যানিন নামক পদার্থ বিদ্যমান থাকায় এই কাঠ ঘুনপোকা বা অন্য কোনো কাঠখেকো পোকামাকড় দ্বারা কখনোই আক্রান্ত হয় না।

কাঠের ফিনিশিং বা মসৃণতা

পাউলোনিয়া কাঠ অত্যন্ত সূক্ষ্ম আঁশযুক্ত ও মসৃণ হওয়ায় এই কাঠের সাহায্যে নিখুঁত ফিনিসিং যুক্ত তৈজসপত্র তৈরি করা যায় এই কাঠের রং কিছুটা সাদা হওয়ায় অনায়াসে বিভিন্ন ডিজাইন রং ও ভার্নিশ সহজেই ফুটিয়ে তোলা যায়।

ক্ষয় ও পচনরোধক

পাউলোনিয়া কাঠ অত্যন্ত পচনরোধক তাই যে কোন আবহাওয়ায় এটি সহজেই টিকে থাকতে পারে। বাহ্যিক ব্যবহারে বা এক্সটেরিয়রের জন্য এই কাঠ অত্যন্ত উপযোগী।

তাপ নিরোধক

সর্বনিম্ন তাপ পরিবাহিতার গুণসম্পন্ন অন্যতম কাঠ হল এই পাউলোনিয়া। এই কাঠের এমন উত্তাপ ও তাপ নিরোধক উচ্চ ক্ষমতা রয়েছে যা ইট, কংক্রিট বা ইস্পাত থেকেও এটি তাপ কুপরিবাহী ও তাপ সহনশীল।

অগ্নি প্রতিরোধক ক্ষমতা

পাউলোনিয়া কাঠে সাধারণত ৪৫০° সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে অগ্নি সংযোগ ঘটে না, তাই এই কাঠের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ার হার অন্য যে কোন কাঠের তুলনায় অধিকতর কম। গবেষণায় দেখা গেছে, অগ্নি দুর্ঘটনা কবলিত বিল্ডিং গুলোতে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা যেখানে পাওলিনিয়া কাঠের ব্যবহার রয়েছে সেখানে অপেক্ষাকৃত কম বা স্বল্পমাত্রায় নিয়ন্ত্রিত হয়েছে। তাই আজকাল ইন্টেরিয়র কাজে এই কাঠের ব্যবহার অধিক হয়ে থাকে।

শিল্প বান্ধব কাঠ ও কাঠের কর্ম ক্ষমতা

পাউলোনিয়া কাঠের কর্মক্ষমতা ও সহনশীলতা বেশি থাকায় বিভিন্ন কাঠ কাজের জন্য কাঠ শিল্পে এই কাঠ এনেছে নতুন মাত্রা। কাঠ কাটা, পেরেক মারা, স্ক্রু বসানো, আঠা লাগানো বা করাত চালানো যে কোন প্রক্রিয়ায় এর ফিনিশিং ও ব্যবহারে সহজলভ্যতা অত্যন্ত বেশি থাকায় পাউলোনিয়া কাঠকে শিল্প বান্ধব কাঠ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তাই পরিবেশবান্ধব ও উন্নত মানের কাঠ হিসাবে পাউলোনিয়া কাঠের কদর আজ সারা বিশ্বজুড়ে।